মোঃ শফিউল আযম, বেড়া: পাবনার বেড়া উপজেলার ৯টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারি অনুষ্টিত হয।
বেড়া উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম। এসময উপস্থিত ছিলেন, উপজেলা সমাজেসবা অফিসার মোঃ মুত্তালিব সরকার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তওহিদ উজ জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মানোয়ার হোসেন, আর ডি ও মোঃ আব্দুল ওহাব, আইসিটি কর্মকর্তা অপূর্ব কুমার সাহা প্রষূখ।
উপজেলার চাকলা, রুপপুর, ঢালারচর, মাসুমদিয়া, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, জাতশাখিনী, কৈটোলা ও হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের আবেদনকারী, সাংবাদিক ও সুধিজনদের উপস্থিতিতে উন্মূক্ত লটারির মাধ্যমে ২২ জন ডিলার নিবাচিত করা হয।
অনুষ্টানের সাব্বিক তত্বাবধানে ছিলেন, বেড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কাওসারুল আলম।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna