বিশেষ প্রতিবেদকঃএক কিশোরকে বিয়ে করার জন্য পাকিস্তানে উড়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠে এক আমেরিকান নারী।৩৩ বছর বয়সী অনিজা অ্যান্ড্রু রবিনসন গত বছরের অক্টোবরে করাচিতে ১৯ বছর বয়সী পাকিস্তানি যুবক নিদাল আহমেদ মেমনের সাথে দেখা করতে এবং বিয়ে করতে যান।তবে ওই কিশোরের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তিনি প্রত্যাখ্যাত হন। দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, অনিজাহের ৩০ দিনের ভিসার মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়ে গিয়েছিলো।তবে তিনি পাকিস্তান ছাড়তে অস্বীকৃতি জানান। তার এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; বিশেষ করে ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।চার মাস পর পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সেই নারী অবশেষে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার করাচি থেকে তিনি একটি ফ্লাইটে চড়েন। এর আগে স্থানীয় পুলিশ তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna