বিশেষ প্রতিনিধিঃকক্সবাজারের চকরিয়া শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে নিশ্চিত করেছেন ওসি জাহেদুল কবির।
তিনি জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, এলাকায় গরু ও মহিষ চুরি, ডাকাতি, লবণ মাঠ দখল, চিংড়ি ঘের দখলসহ ১৬টি মামলা রয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন চকবাজার থানার ওসি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna