টাইমস ডেস্কঃস্বাস্থ্যের প্রতি কতটা মনোযোগী ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, তা কম-বেশি সবারই জানা। বিরাট কোহলি যে ছত্রিশে পা দিয়েছেন, তা দেখে বোঝার উপায় আছে? পুরো ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার খাবার নিয়ে বেশ সচেতন। পছন্দের খাবার খেতে এবার অনুশীলনের মাঝে ঘটালেন মজার এক কাণ্ড।গত বছর বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্যর্থতার পর বেশকিছু নিয়মে পরিবর্তন আনে বিসিসিআই। বিশেষ করে বিদেশ সফরে নিজস্ব বাবুর্চি নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় বোর্ড। এর ফলে এখন থেকে দলের নিজস্ব বাবুর্চির রান্না করা খাবার খেতে হবে রোহিতদের। যদিও আগে এমনটা ছিল না। পছন্দের বাবুর্চিকে সঙ্গে করে নিতে পারতেন ক্রিকেটাররা।বাংলাদেশকে ম্যাচকে সামনে রেখে দুবাইতে অনুশীলনে ব্যস্ত ভারত। দলীয় বাবুর্চির সরবরাহ করা খাবার পছন্দ না হওয়ায় অনুশীলনের মাঝেই নিজের ম্যানেজারকে দিয়ে এক রোস্তেরা থেকে খাবার অর্ডার করেন কোহলি। তারকা এই ক্রিকেটারের এমন কাণ্ড খুব একটা ভালোভাবে নেয়নি ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দলের নিয়ম ভেঙেছেন কোহলি, এমনটাই অভিযোগ তুলেছে তারা।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna