নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক কবি অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদ বলেন বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে বাংলাকে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। তিনি আরো বলেন ভাষা আন্দোলন বাংলাদেশের জনগণের জাতীয় জীবনে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৫২ সালে সংঘটিত ভাষা আন্দোলন বাংলাদেশের জনগণের পরবর্তী সব আন্দোলনে প্রেরণার প্রধান উৎস হিসেবে কাজ করেছে। এর ফলে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন সর্বোপরি ১৯৭১ সালের মহান স্বাধীনতার সংগ্রাম মূলত ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাবের ফল। তাই এটি আমাদের জাতীয় জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাবনা সাংবাদিক ফোরামের উদ্যোগে সকাল ৮ টায় পাবনা সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয় সিএনএফ টিভির কার্যালয় থেকে প্রভাতফেরী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে সংগঠনের সভাপতি হাসান আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ'র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব হাসান আলী বলেন, ১৯৫২ সালের হিসেবে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল বাঙালি, যারা মোট নাগরিকের প্রায় ৫৪%। ঐ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) শুধুমাত্র উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণার প্রতিবাদে বাঙালী ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। সকাল নয়টায় ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হতে শুরু করে। এবং অনেক ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও শহীদ হন এবং তাদের আত্বত্যাগের বিনিময়ে আমরা বাংলাভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছি। আমরা বাঙ্গালী হিসেবে আমাদের প্রত্যকের উচিৎ শহীদের মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে অক্ষুন্ন রাখা সেই চেষ্টাই করবো।
ভাষা শহীদদের স্মৃতিচারণ ও আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর মনছুর আলম ও কল্যাণ সম্পাদক ডক্টর আল আমিন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এস এম আলম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন কাসেম, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন, নির্বাহী সদস্য রোকন বিশ্বাস, হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী, আব্দুল মমিন সাগর, সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna