বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়ের নির্মাণস্থলে একটি সেতু ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সেই সাথে গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। ফলে, বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। সিউল থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল) দক্ষিণে চিওনানে এই ঘটনা ঘটেছে।সিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আহতদের ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna