কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম হলেন রাবিতে আইন বিভাগে ষষ্ঠ হওয়া আতিক শাহরিয়ার শাহিন
সোহাগ খান বাপ্পী:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন পাবনা জেলার মো. শাহীন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’
ইউনিটে আইন বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি।
জিপিএসহ মোট ১০৫.৮১ নম্বর অর্জন করা শাহীন পাবনার হাজী জসীম উদ্দীন ডিগ্রি থেকে এইচ এস সি পরীক্ষাতে জিপিএ ৫. পেয়েছিল।
এর আগে, গত শুক্রবার (২৫ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ১৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১২টার পর থেকেই পরীক্ষার্থীরা নিজেদের আইডিতে লগ ইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন পাবনা জেলার মো. শাহীন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি।
আতিক শাহরিয়ার শাহিন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কালুর পাড়া গ্রামের হামিদুর রহমানের সন্তান ।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১২টার পর থেকেই পরীক্ষার্থীরা নিজেদের আইডিতে লগ ইন করে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরিত এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
প্রথম স্থান অর্জনকারী মো. শাহীন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’য়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আইন বিষয়ে পড়াশোনা করে একজন জজ অথবা আইনজীবী হওয়া। আল্লাহ তা’য়ালা আমাকে সেই পথে এগিয়ে চলার সুযোগ দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।’
হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন আতিক শাহরিয়ার শাহীন আমার প্রিয় একজন ছাত্র সে ছাত্র হিসেবে যেমন মেধাবী মানুষ হিসেবে বিনয়ী ভদ্র সকল শিক্ষক কর্মচারীর সাথে তার ছিলো অনেক ভালো সম্পর্ক তার এ অর্জনে আমরা গর্বিত সে যেন তাহার লক্ষ্যে অর্জন করতে পারতে এটাই আমার চাওয়া ।
তার এ কৃতিত্ব অর্জনে তাঁর পরিবার সহপাঠী, শিক্ষক গ্রামবাসী সবাই আনন্দিত।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna