বিশেষ প্রতিনিধি:ভাঙ্গুড়া উপজেলা পরিষদ প্রতিষ্ঠার প্রায় ৪৫ বছর পর গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপজেলা নাজমুন নাহার। বিগত দীর্ঘ সময়ে অনেক উপজেলা নির্বাহী অফিসাররা দায়িত্ব পালন করেছেন,অনেক রাজনৈতিক নেতারাও বিভিন্ন পদে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করলেও দীর্ঘ প্রতীক্ষার এই শুভ কাজটি উদ্বোধন করলেন বর্তমান নির্বাহী অফিসার। ইতোমধ্যেই তিনি বিভিন্ন সরকারি কাজ সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন মহলে প্রশংসা কুরিয়েছেন।
ভাঙ্গুড়া চলনবিল বিধৌত একটি জনপদ। এর বুক চিরে খুলনা-ঢাকা, রাজশাহী-ঢাকা, পঞ্চগড় -ঢাকা, চিলাহাটি টু ঢাকা, রংপুর ঢাকা রেল যোগাযোগ ব্রিটিশদের দ্বারা তৈরী হওয়ায় তৎকালীন সময়ে ভাঙ্গুড়ার সাথে কলিকাতার যোগাযোগ ছিল। "ভাঙ্গুড়া" নামটি নিয়ে কিংবদন্তি প্রচলিত আছে। চাটমোহর ও ফরিদপুর থানার কিছু অংশ নিয়ে ১৯৮১ সালে ভাঙ্গুড়া উপজেলা গঠিত হয়। এর আগে ভাঙ্গুড়া ফরিদপুর থানার একটি ইউনিয়ন ছিল। ভাঙ্গুড়া আপগ্রেড থানা হয় ১৯৮২ সালে। ভাঙ্গুড়া মৌজার নামানুসারে ভাঙ্গুড়া উপজেলার নাম করণ করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন ভাঙ্গুড়া উপজেলায় দায়িত্ব গ্রহনের প্রথম দিনে ভীষণ মন খারাপ হয়েছিলো যে, এতো সুন্দর উপজেলা পরিষদের কোনো গেইট আর বাউন্ডারী ওয়াল নেই। মনস্থির করেছিলাম আল্লাহ তায়ালা যেনো আমাকে এই দুটি কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আজ উপজেলা পরিষদের মেইন গেটের কাজ শুরু হলো
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna