বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাবনার ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়ন দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।
১১ মে রোববারমধ্যে রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারে অবস্থিত অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এমন ঘটনা ঘটে।
এবং অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়। ভাঙ্গুড়া থানা খবর পেয়ে রাতেই ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাবঘর গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি তাদের মিটিং বিভিন্ন সিদ্ধার্ন্ত ক্লাবেই করে। রোববার মধ্যে রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
ককটেল বিস্ফোরণ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক জানান, আমার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে মধ্যে রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না ।
ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna