খালেদ আহমেদঃ
ফকিরদের দেহতত্ত্ব গান মানুষের সম্মান সমাজে প্রতিষ্ঠা করে। এ গান মেহনতি মানুষের দুঃখ, বেদনা ও জীবনবোধের প্রতিচ্ছবি।”
শুক্রবার ১৬ মে রাত সাড়ে ৯ টায় শালগাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ওয়াহাদনিয়াত দরবার শরীফের পীর সাহেব ফকির সম্রাট পীর কিবলা শাহ সুফী হযরত মাস্তান মতিয়ার রহমান আল চিশতী (রহঃ) এর ২৫ তম বার্ষিক ওফাত দিবস স্মরণে আলোচনা ও বাউল গান অনুষ্ঠানের ১ম পর্বের আলোচনা অনুষ্ঠানে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীর'র সঞ্চালনায়, পাবনা জেলা ফকির ও বাউল শিল্পী সংস্থার সভাপতি, গীতিকার, লেখক, গায়ক শাহ আবুল হাসান আল চিশতী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা জেলা সংগঠনের সাধারণ সম্পাদক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হোক। শিল্প-সাহিত্য, সিনেমা, উপন্যাস, নাটক, গল্প, কবিতা এ সবকিছু মিলে একটা সংস্কৃতি। আমাদের গরীব মানুষের সংস্কৃতি হচ্ছে বাউল,লালন গ্রাম্য ভাষায় যেটাকে বলি ফকিরি গান অথবা পালা গান।
বাংলাদেশের হতভাগ্য পরিশ্রমী মেহনতী মানুষ যাদের শ্রমে সভ্যতা টিকে থাকে। যাদের অবদানে দেশের অর্থনীতি পুনর্গঠিত হয়। যাদের প্রায় দুই কোটি মানুষ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে।
কলে-কারখানায়, অফিসে-আদালতে, খেতে-খামারে যারা পণ্য ও সেবা সৃষ্টি করে, যারা অর্থ ও সভ্যতা তৈরি করে, যারা জীবন ও সমাজকে সচল রাখে, তাদেরই কথা বাউল বলে, লালন বলে, ফকিরেরা বলে। এর কারণেই সংস্কৃতির এই মাধ্যমটা গরীবের কাছে এত জনপ্রিয়।
যারা এই সভ্যতাকে টিকিয়ে রেখেছে, যাদের শ্রম আর ঘামে এই দেশটা এগিয়ে যাচ্ছে, যারা তিল তিল পরিশ্রম করে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের একটা বিনোদনের, তাদের জীবন গাথা, দুঃখের কথা, বেদনার কথা এবং তার অপমান অসম্মানের প্রতিধ্বনিত হয় বাউল সংগীতের মাধ্যমে।
বাংলাদেশে মানুষের মর্যাদার জন্য কবি, বাউল, লালন, ফকিরেরা জীবন পন করে তারা নিজের ঘরে দুঃখ দুর্দশা রেখে সমাজকে জাগানোর চেষ্টা করে। মানুষকে ভজার চেষ্টা করে। মানুষকে মর্যাদা দেবার চেষ্টা করে যেটা পরম করুণাময় আল্লাহ পাকের নির্দেশনা।
আজ অনেকাংশে ফকিরেরা বিভিন্নভাবে ভুলভাবে চিত্রায়িত হয়। আমি বলব ফকিরদের যে দেহতত্ত্ব, সংস্কৃতি, চেষ্টা, কথা তা মানুষের সম্মান সমাজে প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, আরিফপুর সদর গোরস্থান জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব গোলাম রব্বানী কামনা ও রানা গ্রপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক নুর মোঃ মাসুম বগা, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ প্রমুখ।
আলোচনা শেষে শুরু হয় বাউল সংগীত পরিবেশনা, যেখানে বাউল শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেন তাদের গান। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবার মাঝে তাবারক হিসেবে পরিবেশন করা হয় খিচুড়ি। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna