টাইমস ডেস্কঃ
সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে প্রতিপাদ্য করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে
এই প্রতিষ্ঠাবার্ষিকী তথা জন্মদিন পালন করা হয়।
এন টিভি ও সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে, ৭১টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. কামরুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল,সিনিয়র সহকারী কমিশনার কে এম মামুনুর রশিদ ,পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক সিনসা এর সম্পাদক প্রকাশক এস এম মাহাবুব আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সদস্য এম জি বিপ্লব চৌধুরী, ডেইলি অবজারভার এর প্রতিনিধি নরেশ মধু, দৈনিক নতুন বিশ্ব বার্তা সম্পাদক শহিদুর রহমান শহীদ, হাংরি পাবনার দেওয়ান মাহবুব আলম, জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ নারী উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন প্রমূখ।
উপস্থিত ছিলেন পাবনায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নারী উদ্যোক্তা সহ পাবনার বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।
Leave a Reply