নিজস্ব প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
আজ মঙ্গলবার( ১২ আগস্ট ২৫)বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক এবং কারিগরি সহযোগিতায় পাবনা প্রতিশ্রুতি কর্তৃক বাস্তবায়নাধীন 'রেইজ প্রকল্পের' উদ্যোগে এ দিবসটি পালিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রেইজ প্রকল্পের শিক্ষানবিশ, মাস্টারক্রাফটসপারসন, তরুণ উদ্যোক্তা এবং প্রকল্প ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংস্থার প্রধান কার্যালয়ে যুব দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা কাজে লাগিয়ে তরুণদেরকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। এজন্য প্রয়োজন বহুপাক্ষিক অংশীদারিত্ব, প্রশিক্ষণ ও বাজারমুখী উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, রেইজ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত যুবশক্তি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
সংস্থার নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান, রেইজ প্রকল্পের ফোকাল পার্সন, রেইজ প্রকল্পের সমন্বয়কারী,সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পভূক্ত শিক্ষানবিশ, তরুন উদ্যোক্তা ও ওস্তাদ উক্ত আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna