টাইমস ডেক্স:পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এবং দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হন।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯.৩০টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার এসআই মো. রায়হান।
নিহত ব্যক্তি পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার জামিল (২২)। আর আহতরা হলেন সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার সাকিব (২০), রুমন (১৯) ও ফরিদপুর উপজেলার জুবায়ের (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেল একজন সুজানগর ও অপর মোটরসাইকেল পাবনা যাচ্ছিল। রাত ৯.৩০টার দিকে পাবনা-সুজানগর আঞ্চলিক মহাসড়কের খয়েরসূতি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জামিল ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা আরও তিন আরোহী গুরুতর আহত হলে ,তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সাকিব ও জুবায়েরের বেশি গুরুতর অবস্থা হওয়ায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং আহত রুমন বর্তমানে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পাবনা সদর থানার এসআই মো. রায়হান বলেন, ঘটনাস্থলেই একজন মারা যায়। বাকী তিনজনের অবস্থাও গুরুতর।আমরা দুর্ঘটনায় কবলিত দুটি মোটরসাইকেলই উদ্ধার করে থানায় এনেছি।এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna