
শহর প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনায় এক মহান দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় এডওয়ার্ড কলেজ বাজার, রাধানগর, পাবনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে আয়োজিত এই ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানটি এ বছর ১০ম বছরে পদার্পণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবির হাসান বাচ্চু, সাবেক সভাপতি, পাবনা পৌর বিএনপি। অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল হান্নান শেখ। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা পৌর বিএনপি।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আয়োজনের অংশ হিসেবে ‘কুরআনের পাখি’ মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna