জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী মতিঝিল উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ উপলক্ষে মতিঝিল বাজার থেকে মতিঝিল উচ্চ বিদ্যালয় অভিমুখী আরসিসি সড়কটি শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দীন মোল্লার সন্তান মোঃ ইব্রাহীম মোল্লা, ইয়াছিন মোল্লা ও জামাল মোল্লা। এছাড়া প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক মোল্লার সন্তান ডা. শমশের মোল্লা ও রবিউল ইসলামসহ উপজেলা পোস্ট মাস্টার আব্দুল জব্বার, সমাজসেবক ও কলামিস্ট মোঃ তোফাজ্জল হোসেন, পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইমদাদুল হক, ইসমাইল হোসেন, ইকরাম হোসেন, নাজমুল হোসেন ও লুৎফর নেছা পাখি।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা নিজ অর্থায়নে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের বেদি নির্মাণ করে দেন। তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের প্রধান গেট নির্মাণ, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। শিক্ষার্থীরা মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা বলেন, “স্বাধীনতার বিজয়ের ৫৪ বছরে দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতার সুফল ভোগ করছি, তা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে পারি। শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিকতা পরিহার করে উদারতা ও সহনশীলতার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক—এই কামনা।”
আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna