1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইডিএবি মেম্বার’স অ্যাওয়ার্ড’ পেলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাখাওয়াত  পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩ পাবনার ইছামতী নদীপাড়ের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি ঈশ্বরদী এসএ পরিবহণ থেকে নকল বিড়ি জব্দ, আটক-২ পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ পাবনা প্রতিশ্রুতির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন রাজধানীর খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে উত্তেজনা জুলাই গণঅভ্যুত্থান ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়- পাবিপ্রবি উপাচার্য সুজানগর-আমিনপুরে নির্বাচনী গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডঃ পিপি জুয়েল জেলা রেজিস্টারের অপসারণ দাবিতে মানববন্ধন
শিরোনাম:
আইডিএবি মেম্বার’স অ্যাওয়ার্ড’ পেলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাখাওয়াত  পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩ পাবনার ইছামতী নদীপাড়ের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি ঈশ্বরদী এসএ পরিবহণ থেকে নকল বিড়ি জব্দ, আটক-২ পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ পাবনা প্রতিশ্রুতির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন রাজধানীর খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে উত্তেজনা জুলাই গণঅভ্যুত্থান ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়- পাবিপ্রবি উপাচার্য সুজানগর-আমিনপুরে নির্বাচনী গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডঃ পিপি জুয়েল জেলা রেজিস্টারের অপসারণ দাবিতে মানববন্ধন

দিবসে নয়— অধিকার, সমতা ও ক্ষমতায়নে হোক নারীর উন্নয়ন

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। তবে দিন শেষে এই দিবসের স্বার্থকতা আটকে যায় ছোট্ট বৃত্তে। মুক্তিযুদ্ধে নারীর অবদান ছিল আড়ালে। জুলাই অভ্যুত্থানে নারীর সংগ্রামের চিত্রই বা কতোটুকু সামনে আসছে? ছাত্র-জনতার আন্দোলনে কয়জন নারী শহীদের কথা জানি আমরা?এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে—‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।১৯৭১ সালে মুক্তির যে যুদ্ধ চলে বাংলায়, তাতে নির্দ্বিধায় বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাঙালি। ধর্ম-বর্ণ কিংবা নারী-পুরুষের ভেদাভেদ ছিল না । ১৯৫২ এর ভাষা আন্দোলনেও নারীরা ছিলেন সম্মুখ সারিতে। মুক্তিযুদ্ধে নারী শুধু সম্ভ্রম হারিয়েছেন তা নয়, পুরুষের পাশাপাশি তুলে নিয়েছিলেন অস্ত্রও। অথচ, মুক্তিযুদ্ধের বীর খেতাবে ৫ শতাধিক নামের তালিকায় নারী আছেন কেবল দুইজন।তেমনিই মুক্তিযুদ্ধে শতশত যুদ্ধাহতকে সুস্থ করেছেন মুক্তিযোদ্ধা ড. ফৌজিয়া। নারীর বীরত্বের সাক্ষী তিনি নিজেই। স্বীকৃতিতে কেন এত কার্পণ্য— এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাজটা ছিল ক্যাম্পে যে মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের জন্য আসতেন। ট্রেনিং থেকে ফিরে আসা ও যাওয়ার আগে তাদের শারীরিক পরীক্ষা করা। চিকিৎসা ক্ষেত্রে এমন বহু মেয়ে কাজ করেছে। এছাড়াও খবর সংগ্রহ করার কাজও তারা করেছে।তিনি আরও বলেন, ইতিহাস তো পুরুষরা রচনা করে, সেখানে নারীদের স্বীকৃতির কথাটা আসে না। এই স্বীকৃতিটা আদায় করে নিতে হয়। ২৪ এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তাদের (নারীদের) বাদ দেয়ার লক্ষণ আছে। এই বিষয়ে মেয়েরা তৎপর হলে সেটা আর হবে না।জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারীদের বিশাল অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে বিরল। হিসাব অনুযায়ী, দেশ পুনর্গঠনে নারীদের অংশগ্রহণও হওয়ার কথাও রেকর্ড পরিমাণ। কিন্তু বাস্তবতা কি তাই বলে? আবারও কি ৭১-এর পথেই হাঁটছে ২৪?বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, যখনই ৫ আগস্ট পরবর্তী ক্ষমতার প্রশ্ন আসছে তখন মেয়েরা সিস্টেমেটিক্যালি সাইডলাইন হয়ে যায়। এখানে তো শুধু পদ পদবীর প্রশ্ন না। নারীদের যে সামান্য নিরাপত্তার প্রশ্ন। আমরা যখন রাস্তাঘাটে বের হচ্ছি তখন পোশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ৫ আগস্টের পর সেটা আরও অনেক বেড়েছে।২৪ এর আন্দোলনে নারীর সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন নুসরাত। ভাই নূর হোসেনকে আগলাতে পুলিশের চলন্ত প্রিজনভ্যানের সামনেই, বুক চিতিয়ে দাঁড়ান তিনি।নুসরাত জানান, শহীদদের তালিকায় সেখানে বারবার ছেলেদের নাম বলা হচ্ছে, নারীদের নাম পাচ্ছি না। আন্দোলনের সময় আমি একটি দল পরিচালনা করছি। সেদিক থেকে দেখছি ছেলেদের নামটাই উঠে আসছে, নারীদের নাম আসতেছে না।অন্যদিকে নূর হোসেন বলেন, আন্দোলনের নারীরা প্রেরণা, শক্তির সাথে সুরক্ষা দিয়েছে। সেই সাথে ভ্যানগার্ড হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। নারীদের মূল্যায়ন যতটুকু হওয়া উচিত ছিল, হয়ত তার থেকে অথবা ততটুকু হচ্ছে না। নারীদের ন্যূনতম নিরাপত্তা থাকার কথা ছিল, সেই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group