হাসান আলীঃ
রোটারী ক্লাব অব এভারগ্রীন পাবনার উদ্যোগে প্রেসিডেন্সিয়াল ভোকেশনাল এওয়ার্ড গুনিজনসংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শনিবার রাত ৮ টায় এসোর্ট স্পেশালাইজড হসপিটাল ক্যাফেটেরিয়ায় পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং এভারগ্রীন প্রেসিডেন্ট রোটারিয়ান রশিদুল হাসান বকুলের উপস্থাপনায় স্বাগত বক্তব্যে বলেন, যেহেতু প্রেসিডেন্সি ক্লাব সেহেতু প্রতি বছরের ন্যায় প্রেসিডেন্টের নিজস্ব একটা কাজ করে। রশিদুল হাসান বকুল ভোকেশনাল সার্ভিস নিয়ে ২০২৪-২৫ রোটাবর্ষ কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি এই সম্মননা স্মারক প্রদান ও গুণিজন সংবর্ধনার আয়োজন করেন। রোটারী ক্লাব অব এভারগ্রীনের সকল সদস্যের সহযোগীতায় এখন পর্যন্ত ১৮ জনকে সম্মাননা স্মরক প্রদান করেন। তিনি বলেন, রোটারী ক্লাব অব এভারগ্রীন পাবনা আশা করে ভবিষ্যতে তাদের কর্মকান্ড যেন আরো বেগবান হয় সমাজের অবহেলিত দু;স্থ অসহায়দের সেবায়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অব পাবনার চার্টার্ড প্রেসিডেন্ট রোটা: অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, রোটারী ক্লাব অব রূপকথার পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান সোহানী হোসেন, রোটারী ক্লাব অব নিউ সিটি পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান আলতাব হোসেন, রোটারী ক্লাব অব পাবনার পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান এস এম আলাউদ্দিন পরাগ প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রত্যয় পাঠ করেন, রোটা রশিদুল হাসান বকুল। আমন্ত্রিত অতিথিদের বায়োগ্রাফি পাঠ করা হয়।
এসময় ক্লাবের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন, রোটা: এম এ জলিল। আরো বক্তব্য রাখেন রোটা: শাম্মী রহমান সীমা, রোটা: আজিজুল হক মন্ত্রী, রোটা: হেলালউদ্দিন, রোটা: শফিকুল আলম টিটল, রোটা: সুজাউদ্দিন। অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন, রোটা: এম এ জলিল, রোটা: বিজরী ইসলাম, রোটা: মো. রফিকুল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন রোটা: প্রভাষ চন্দ্র ভদ্র, অনুষ্ঠানের শেষে সংগীত পরিবেশন ও কবিতা পাঠ করেন, শামীমা রহমান সীমা। রোটারিয়ান মো. জালাল উদ্দিনের সমাপনি বক্তব্য এবং র্যাফেল ‘ড্র’ অনুষ্ঠানের পর নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply