নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রামে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বাপেক্স-এর গাড়িচালক কিরণ আলী ও তার দুই ভাই নজরুল ও কামালের বিরুদ্ধে।
ভুক্তভোগী আব্দুল মান্নানের দাবি, তিনি দীর্ঘ ৬৫ বছর ধরে তার ক্রয়কৃত পৈত্রিক জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে কিরণ আলী ও তার ভাইয়েরা ওই জমি ঘিরে জিআই তারের বেড়া দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। বাধা দিলে আব্দুল মান্নান হত্যার হুমকি পান। ঘটনার পর তিনি পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপে বেআইনি দখলের চেষ্টা রোধ করে।
কিন্তু থেমে থাকেনি কিরণ গংয়ের দখলপ্রয়াস। চলতি বছরের ২১ মে তাদের ভাড়া করা লোকজন নিয়ে পুনরায় জমি দখলের উদ্দেশ্যে পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে থানায় সালিশি বৈঠকে বসার নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর কিরণের ভাই নজরুল ফের জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা চালান।
এ সময় জমির সহ-মালিক ও মান্নানের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস নিষেধ করলে নজরুল ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ভাড়াটিয়া লোকজন তাদের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও নজরুল পরে পাবনা সদর থানায় আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস, আব্দুল বারেক, মনিরুল ইসলাম ও আমিরুল ইসলামের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ রয়েছে।
আব্দুল মান্নান জমি রক্ষায় গত ২৬ মে পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করলে আদালত ১৪৪ ধারা জারি করে উক্ত জমিতে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন।
অন্যদিকে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা (নং ১৫০/২৩) পাবনার যুগ্ম জেলা জজ-১ আদালতে চলমান রয়েছে। মামলার বাদী আব্দুল কুদ্দুসের আবেদনে আদালত ১ জুন জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে এবং বিবাদীপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি চাকরির প্রভাব খাটিয়ে কিরণ আলী ও তার ভাইয়েরা প্রতিনিয়ত ভুক্তভোগীদের হুমকি দিয়ে যাচ্ছেন এবং জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছেন। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply