রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ করতে নারী,পুরুষের জন্য নিরাপদ ভোটের মাঠ থাকতে হবে-এ্যাড. শিমুল বিশ্বাস
-
প্রকাশিত :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

শিশির ইসলাম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক বাংলাদেশের আপামর জনসাধারণ এর প্রাণ ভোমরা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন দেশ গঠনে নারী পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। পুরুষ একা কখনো কোনদিন দেশ উন্নয়ন তথা কোন কার্যক্রমে একা সফল হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতেও নারী পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে জনগণের আস্থা ফেরাতে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নারী পুরুষ উভয়ের জন্য নিরাপদ ভোটের মাঠ থাকতে হবে। ১৩ই জুন রবিবার বিকেল চারটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম এ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় জাতীয়তাবাদী মহিলা দলের পাবনা জেলা শাখার সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাজারী লুৎফন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে একজন আপোষহীন নারী হিসেবে দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি কারো রক্তচক্ষুর ভয়ে পিছিয়ে যাননি। আমরা তার থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে নারী পুরুষ উভয়ের একে অপরের প্রতি সন্মান বোধ রেখে এগিয়ে যাই। আসুন আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে একটি নতুন বাংলাদেশ গড়তে দূর্নীতিবাজ জুলুম নির্যাতনকারীদের থেকে দেশকে মুক্ত করতে ভোটের মাধ্যমে বিএনপি কে নির্বাচিত করে সরকার গঠনের মাধ্যমে জনগনের অধিকার ফিরিয়ে দিয়ে বিশ্বের মাঝে বাংলাদেশ কে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করি। আপনারা দীর্ঘ ১৫ বছরের বেশি সময় দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন নানা নির্যাতন নিপীড়ন এর সম্মুখীন হয়েছেন আর যেন সেই সময় ফিরে না আসে তার দিকে সুনজর রাখতে হবে। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা সদর থানা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মোসসিনা সেতু, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার এক নং যুগ্ম-আহবায়ক এসকে সাগর সহ জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখার বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন
Leave a Reply