জুবায়ের খান প্রিন্স, পাবনা: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (সংসদীয়-৬৯)(সুজানগর-বেড়া আমিনপুর থানা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহঃসভাপতি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল শুক্রবার দিনব্যাপী সুজানগর ও আমিনপুর থানার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে মিছিল, নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ চলাকালে তিনি দলীয় প্রতীক “ট্রাক” নামে মাইকিং, লিফলেট বিতরণ, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে সাগরকান্দি বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন,
“ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ও জনতার অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, তিনি যেন সংসদে গিয়ে জনতার কথা বলেন— সেটাই গণঅধিকার পরিষদের লক্ষ্য।”
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের অগ্রণী ভুমিকার নির্যাতিত নেতা নুরুল হক নুরের গণঅধিকার পরিষদের সারাদেশে ঘোষিত ৩৬ টি আসন, পাবনা জেলার একটি মাত্র আসনে পাবনা-২ সুজানগর-আমিনপুর থানার আস্থাভাজন এই প্রার্থী ১২ দফা উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
অ্যাডভোকেট জুয়েল একজন অভিজ্ঞ আইনজীবী ও পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক সময়ের ২০২৪ সালের গণঅধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দলে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন।
অ্যাডভোকেট জুয়েল আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মামা ওসমান গনি খান ১৯৯১ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংস্থাপন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত বাংলার বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব, সিএজি ও জাতিসংঘ অডিট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই রাজনৈতিক ঐতিহ্যই অ্যাডভোকেট জুয়েলের নেতৃত্বের ভিত্তি গড়ে দিয়েছে।
তিনি তার মামার নির্বাচনী দায়িত্ব ও পরবর্তীতে মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গনসংযোগ ও পথসভা শেষ করে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
Leave a Reply