
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপি মনোনীত পাবনা ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন তারুণ্যের শক্তিই পারে আগামীর বাংলাদেশ গড়তে, তরুণেরাই দেশ গড়ার মূল চালিকাশক্তি, তিনি বলেন দেশ নিয়ে কুচক্রী মহল যে স্বরযন্ত্র করে চলেছেন এদেশের তরুণেরা ইনশাআল্লাহ সকল জবাব ধানের শীষ প্রতীক কে জয়ী করার মাধ্যমে দিবে। যারা দেশ চায়নি দেশের মানুষ কে অন্ধকার নরকে ঠেলে দিয়েছিলো আজকে তারাই দেশপ্রেম এর গল্প শোনায়। সেই রুপকথার ইতিহাস এদেশের আপামর জনসাধারণ জানে। তাই এসব গল্প শুনিয়ে ধানের শীষ প্রতীক কে পেছোনে ফেলা যাবেনা। ইনশাআল্লাহ জনগণ সেই জবাব ভোটের মাধ্যমে বিএনপি কে জয়ী করার মধ্য দিয়ে দিবে ইনশাআল্লাহ। ৯ই ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক শীর্ষক বহুল প্রচারের লক্ষ্যে ৬৯,পাবনা ২ নির্বাচনী এলাকায় তারুণ্যের সমাবেশে প্ধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি মনোনীত পাবনা ৪আসনের মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাবনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক মোঃ আল মুস্তাসিম নিকু সহ পাবনা জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply