
জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণমালা কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বর্ণিল “পিঠা উৎসব-২০২৫”। শীতের উৎসবমুখর আবহে আয়োজিত এ পিঠা মেলা চলবে ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
বিশেষ অতিথি ছিলেন কমিটির স্বপ্নদ্রষ্টা, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ ফরহাদ উল্লাহ; পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী; কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী; নারী নেত্রী ও সংগঠক কাজী মাহফুজা করিম, শিক্ষিকা শবনম মঞ্জিলা; প্রভাষক আহেদ আলী বিশ্বাস কলেজ; সহকারী অধ্যাপক লিমন আমির, শামসুল হুদা ডিগ্রী কলেজ এবং সাবেক বিভাগীয় বন কর্মকর্তা আলতাফ হোসেন, প্রচার সম্পাদক রাশেদ আলীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিঠা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শামসুল আরেফিন।
এবারের মেলায় অংশ নিচ্ছেন বহু নারী উদ্যোক্তা। ঘরোয়া পিঠা-পুলি, শীতকালীন খাবার, হাতে তৈরি পণ্য ও দেশীয় ঐতিহ্যের নানান সামগ্রীতে সাজানো হয়েছে স্টলগুলো। স্থানীয় নারীদের উৎপাদিত পণ্যে উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।
আয়োজকদের মতে, এই পিঠা উৎসব শুধু শীতের আমেজে সাংস্কৃতিক আনন্দই নয়, বরং নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতির একটি বড় সুযোগ। দেশ-বিদেশে প্রশংসিত তাঁদের হাতে তৈরি পণ্যের স্বীকৃতি হিসেবে উৎসবে দেওয়া হবে বিশেষ পুরস্কার।
আগামী দিনে অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আখতারুজ্জামান আখতার বলেন,
“এই উৎসব বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির বহমান ধারাকে আরও দৃঢ় করে। নারী উদ্যোক্তাদের জন্য এটি অনুপ্রেরণার শক্তিশালী মাধ্যম। তাদের অগ্রযাত্রা দৃশ্যমান, ধাপে ধাপে সাফল্যের পথ সুস্পষ্ট হয়ে উঠছে। আমি তাদের সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”
শেষে আহ্বায়ক শামসুল আরেফিন এবং প্রধান উদ্যোক্তা মোঃ ফরহাদ উল্লাহ শীতের আনন্দ ভাগাভাগি করতে সর্বস্তরের মানুষকে পিঠা উৎসবে যোগ দেয়ার আহ্বান জানান।
Leave a Reply