filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
শহর প্রতিনিধিঃ
২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের উদ্যোগে এই প্রথম চালু করা হয়েছে নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্র (scanu) ১৩ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় এ বিভাগের উদ্বোধন করা হয়। নানা প্রতিবন্ধকতা নিয়ে চলছে পাবনা সদর হাসপাতালের চিকিৎসা সেবা লোকবল সংকট এর পাশাপাশি ধারণক্ষমতার বেশি রোগী থাকায় চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে প্রতিনিয়ত, এরই মাঝে আশার আলো জাগালো হাসপাতাল কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন সংগঠন, চিকিৎসক, চিকিৎসক সংগঠন এবং হাসপাতালের ব্যবস্থাপনায় চালু করা হয়েছে নবজাতকের জন্য বিশেষ চিকিৎসা সেবা।
এটি মুলত অপরিনত শিশু, ওজন কম অর্থাৎ ভূমিষ্ট হওয়ার পর ঢ়েসকল বাচ্চার ওজন ২.৫ কেজির কম এবং জন্মের পর ঠান্ডাজনিত সমস্যার চিকিৎসা এখানে হবে। সেজন্য এখানে সার্বক্ষণিক চিকিৎসকেরা থাকবেন। পূর্বে এখানে এমন ব্যবস্থা না থাকায় চিকিৎসা নিতে রাজশাহীতে চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হতো। এবিষয়ে বিভাগের প্রধান ডাঃ পরিমল বলেন সদ্য ভূমিষ্ট হওয়ার পর অনেক বাচ্চাদের এমন সমস্যা হয় সেজন্য তাদের ঢাকা বা রাজশাহীতে স্থানান্তর করতে হত এখন এখানেই সেই সেবা পাবে ইনশাআল্লাহ।
অবসরপ্রাপ্ত শিশু বিশেষজ্ঞ ডাঃ নীতিষ কুমার কুন্ডু বলেন শিশুদের জন্য পাবনায় এমন একটা উদ্যোগ সত্যি প্রসংসার দাবী রাখে আশা করি এই ব্যবস্থাপনার মাধ্যমে সবাই উপকৃত হবে। ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) এর সভাপতি ডাঃ তসলিমুল আরেফিন বলেন আমরা যারা সংগঠন করি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে সেবামূলক মনোভাব পোষণ করার সেক্ষেত্রে সবার সহযোগিতায় এই সেবা ফলপ্রসূ হবে বলে মনে করি। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌস বলেন প্রতি মাসে যদি ১০০ শিশু জন্ম নেয় তার পৃরায় ৪০টি বাচ্চা এমন সমস্যার সম্মুখীন হয় এতে করে আমাদের বেশ ঝামেলায় পরতে হত এখন দশটি শিশুকে সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে এ সেবা চালু হলো পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করতে পারবো বলে মনে করি। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন আমরা নানা সময় হাসপাতালের নানা সমস্যা তুলে ধরি এ থেকে কিভাবে উতরানো যায় সে বিষয়ে আলাপ করি সর্বোপরি আমাদের চাওয়া জনগন যেন সঠিক সেবা পায়। কারন সঠিক চিকিৎসা সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। শিশুদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগ চিকিৎসা সেবায় আরো একটি নতুন দিগন্তের সূচনা হলো। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতাল দীর্ঘদিন নানা প্রতিবন্ধকতার মাঝ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে অন্যান্য সেবার পাশাপাশি শিশুদের এমন চিকিৎসা ব্যবস্থা না থাকায় প্রায় প্রতিদিন রাজশাহী পেরন করতে হত। সেটা চিন্তা করেই এমন উদ্যোগ নিয়েছি। এবং এখানে যারা চিকিৎসা পৃরদান করবেন ডাঃ নার্স তাদের প্রয়োজনীয় ট্রেনিং বা লজিস্টিক সাপোর্ট পর্যায়ক্রমে দেওয়া হবে এবং এই উদ্যোগের শুরুটা ছোট পরিসরে হলেও এটা সত্যি যে আমাদের ইচ্ছাশক্তিই পারে যেকোন ভালো কাজ সফল হতে। এসময় হাসপাতালের বিভিন্ন বিভাগে ডাঃ নার্স ও চিকিৎসক সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply