1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পাবনায় শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রতিযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি হাসপাতালের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের প্রচেষ্টায় বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্র পাবনার নাঈমাবাদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা – ওয়াহিদ হোসেন পাবনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন  বর্ণ্যাঢ্য আয়োজনে দৈনিক পাবনার সময় এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় বর্ণমালা কিন্ডারগার্টেনে সপ্তাহব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির লড়াই হবে: ভিপি শামসুর পাবনায় ট্রাকের চাপায় শিমুল বিশ্বাসসহ আহত ৪
শিরোনাম:
পাবনায় শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও প্রতিযোগিতা মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি হাসপাতালের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামের প্রচেষ্টায় বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্র পাবনার নাঈমাবাদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সরকারের সঠিক পদক্ষেপে বদলে যাবে উন্নয়নের গতি ধারা – ওয়াহিদ হোসেন পাবনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন  বর্ণ্যাঢ্য আয়োজনে দৈনিক পাবনার সময় এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় বর্ণমালা কিন্ডারগার্টেনে সপ্তাহব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও বিজয়ী শক্তির লড়াই হবে: ভিপি শামসুর পাবনায় ট্রাকের চাপায় শিমুল বিশ্বাসসহ আহত ৪

মহান বিজয় দিবস উপলক্ষে মতিঝিল উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য কর্মসূচি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী মতিঝিল উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ উপলক্ষে মতিঝিল বাজার থেকে মতিঝিল উচ্চ বিদ্যালয় অভিমুখী আরসিসি সড়কটি শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুদ্দীন মোল্লার সন্তান মোঃ ইব্রাহীম মোল্লা, ইয়াছিন মোল্লা ও জামাল মোল্লা। এছাড়া প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হক মোল্লার সন্তান ডা. শমশের মোল্লা ও রবিউল ইসলামসহ উপজেলা পোস্ট মাস্টার আব্দুল জব্বার, সমাজসেবক ও কলামিস্ট মোঃ তোফাজ্জল হোসেন, পাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইমদাদুল হক, ইসমাইল হোসেন, ইকরাম হোসেন, নাজমুল হোসেন ও লুৎফর নেছা পাখি।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রতন মোল্লা নিজ অর্থায়নে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের বেদি নির্মাণ করে দেন। তিনি বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের প্রধান গেট নির্মাণ, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। শিক্ষার্থীরা মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মোল্লা বলেন, “স্বাধীনতার বিজয়ের ৫৪ বছরে দাঁড়িয়ে আমরা যে স্বাধীনতার সুফল ভোগ করছি, তা যেন সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে পারি। শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিকতা পরিহার করে উদারতা ও সহনশীলতার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক—এই কামনা।”

আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group