বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকা থেকে টেপ্নটডল টেবলেট ,ব্লিস্টার স্ট্রিপ গাজা হেরোইন সহ হাতেনাতে আটক করে আভিযানিক দল। পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।
২৩ এপ্রিল বুরবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নাজিম উদ্দিনের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাচ আসামীকে ট্যাপেন্টডল ট্যাবলেট ও হেরোইন গাঁজাসহ আটক করে।
আটককৃতরা হলেন, ভাঙ্গুড়া উপজেলার মোঃ জিল্লুর রহমান(৩৫), পিতা- মৃত শাহআলম, মাতা- মোছাঃ নূরজাহান খাতুন, গ্রাম-চৌবাড়িয়া, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা।২. মোঃ হৃদয় হোসেন (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ সায়লা খাতুন,গ্রাম- উত্তর মেন্দা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা৩. মোঃ রইচ উদ্দিন (৫০), পিতা- মৃত লইমুদ্দিন, মাতা- মৃত. লক্ষি খাতুন, গ্রাম- সাহানগর,থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা।৪. মোঃ উজ্জল (৩০), পিতা- মোঃ কোরবান আলী, মাতা- মৃত. জাহানারা বেগম, গ্রাম-কালীবাড়ি, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা।৫. আব্দুল বারিক (৭০), পিতা- মৃত. ফজলুল হক, মাতা- মৃত. কমলা খাতুন, গ্রাম- শরৎনগর,থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা। ট্যাপেন্টাডল ট্যাবলেট,হেরোইন এবং গাঁজা সেবনের অপরাধে তাদেরকে আটক করা হয়।
পরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার ২০১৮ সনের ৩৬ এর (৫)উপ-ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামী ২(দুই) জন মোঃ রইচ উদ্দিন গ্রাম- সাহানগর এবং মোঃ উজ্জল (৩০) গ্রাম-কালীবাড়ি কে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০/-(তিনশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
বাকি ৩ জন মোঃ জিল্লুর রহমান(৩৫), গ্রাম-চৌবাড়িয়া, আব্দুল বারিক (৭০), গ্রাম- শরৎনগর তাদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেন।
পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply