1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইডিএবি মেম্বার’স অ্যাওয়ার্ড’ পেলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাখাওয়াত  পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩ পাবনার ইছামতী নদীপাড়ের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি ঈশ্বরদী এসএ পরিবহণ থেকে নকল বিড়ি জব্দ, আটক-২ পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ পাবনা প্রতিশ্রুতির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন রাজধানীর খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে উত্তেজনা জুলাই গণঅভ্যুত্থান ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়- পাবিপ্রবি উপাচার্য সুজানগর-আমিনপুরে নির্বাচনী গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডঃ পিপি জুয়েল জেলা রেজিস্টারের অপসারণ দাবিতে মানববন্ধন
শিরোনাম:
আইডিএবি মেম্বার’স অ্যাওয়ার্ড’ পেলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাখাওয়াত  পাবনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৩ পাবনার ইছামতী নদীপাড়ের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি ঈশ্বরদী এসএ পরিবহণ থেকে নকল বিড়ি জব্দ, আটক-২ পাবনায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ পাবনা প্রতিশ্রুতির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন রাজধানীর খিলগাঁওয়ে একটি প্লটকে কেন্দ্র করে উত্তেজনা জুলাই গণঅভ্যুত্থান ছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক অধ্যায়- পাবিপ্রবি উপাচার্য সুজানগর-আমিনপুরে নির্বাচনী গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডঃ পিপি জুয়েল জেলা রেজিস্টারের অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনায় অবৈধ ইটভাটার গ্যাসে ফসল নষ্ট: চর ভাঁড়ারায় মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

খালেদ আহমেদঃ

পাবনার দোগাছি কুলনিয়া ও ভাঁড়ারা ইউনিয়নের চর ভাঁড়ার এলাকায় তায়েফ আলী সর্দারের অবৈধ ইটভাটার গ্যাস ট্যাংকের তাপে বিঘার পর বিঘা ফসল পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে—এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় কৃষক ও সচেতন এলাকাবাসী।

বুধবার ২৮ মে সকাল ৯টায় চর ভাঁড়ারার বক্সপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইটভাটা বন্ধ এবং কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে ব্যানার, ফেস্টুন হাতে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় এলাকা—”ফসল নষ্ট মানে ভবিষ্যৎ ধ্বংস”, “অবৈধ ইটভাটা বন্ধ কর, কৃষক বাঁচাও”।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত এই ইটভাটার গ্যাসের তাপে ফসল, লিচু ও কলা বাগান, এমনকি আগাছা পর্যন্ত পুড়ে যাচ্ছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে, মাটি হয়ে পড়ছে শক্ত ও অনুর্বর। এতে তিন ফসলি জমিতে এখন আর কোনো ফলন হচ্ছে না। কৃষকেরা পড়েছেন চরম ক্ষতির মুখে।

এছাড়া অভিযোগ উঠে, ভাটার আশপাশে ইচ্ছাকৃতভাবে বড় গর্ত করে মাটি কাটা হচ্ছে, যার ফলে পাশের জমিগুলো ধসে পড়ছে। এতে শুধু জমির ক্ষতি নয়, বরং জমি দখলের এক নতুন কৌশলও চালু হয়েছে। অনেক কৃষক বাধ্য হয়ে নামমাত্র দামে জমি বিক্রি করে দিচ্ছেন। ধীরে ধীরে সমৃদ্ধ কৃষিভিত্তিক এলাকা একটি নিচু গর্তে রূপ নিচ্ছে।

এ প্রসঙ্গে এলাকাবাসী আরও জানান, এই ভাটার মাটি বহনের ভারী গাড়িগুলো চলাচলের কারণে এলাকার রাস্তা ভেঙে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়েছে বহু গুণ।
বক্তারা বলেন, আশেপাশে দেরশো মিটারের মধ্যে বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা থাকা সত্ত্বেও কীভাবে এই ইটভাটার অনুমোদন দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। এর আগে দোগাছি ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল ও ভাঁড়ারা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ খানের নামে থাকা দুটি ইটভাটার একটি বন্ধ হলেও অন্যটি এখনও চালু রয়েছে।

তারা দাবি করেন, অবিলম্বে তায়েফ সর্দারের ইটভাটা বন্ধ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
অঞ্চলবাসীর মতে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় এখনই পদক্ষেপ না নিলে এটি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group