মোঃ রাজিব জোয়ার্দ্দার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিবকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার ( ১৭ জুলাই) দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে বিএনপি নেতা ঢালাচর ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম চৌধুরী নেতৃত্বে গণসংবর্ধনা দেওয়া হয়।
এ সময় পাবনা এডওয়ার্ড কলেজের সহসভাপতি মিলন হোসেন, ঢালারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক বাচ্চু চৌধুরী, যুবদলের নেতা উজ্জল মন্ডলসহ ঢালারচর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন
সংবর্ধনা অনুষ্ঠান পরে এক সমাবেশে বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সামছুর রহমান সমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা-২ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব।
সমাবেশে একেএম সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তৃতা দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজউদ্দিন আহমেদসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতারা।
Leave a Reply