টাইমস ডেস্কঃ
প্রিয় পাবনা বাসী,
ভৌগোলিক আয়তনের দিক থেকে ক্ষুদ্র হলেও জনসংখ্যার হারে পৃথিবীর ৯ তম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। দেশের সব জনপথের সকল জনগোষ্ঠির সমভাবে উন্নয়ন প্রয়োজন ও নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষার নীতি রাষ্ট্রীয়ভাবে অনুসরণ করা দরকার। এরপরও অঞ্চল বিশেষে ভিন্ন ভিন্ন সমস্যা বিদ্যমান আছে। সম্প্রতি পাবনার সাধারণ মানুষের সমস্যা, সংকট ও প্রত্যাশার কথা বিভিন্ন ফোরামে উঠে এসেছে ।পাবনা বাসীর পক্ষে বিভিন্ন ফোরামে উপস্থাপিত দাবী দফাওয়ারী তুলে ধরলাম। জনমতের প্রতি সম্মান রেখে প্রস্তাবটি সংশোধন ও সংযোজিত হবে।ভিন্ন ভিন্ন ফোরামে বিশিষ্ট জনদের কথা ও প্রচার মাধ্যমে প্রকাশিত রিপোর্ট পর্যালোচনা করে নিন্মেল্লেখিত প্রস্তাবনাটি তুলে ধরা হলো।
১। পাবনার কাজিরহাট-আরিচা-রাজবাড়ী Y টাইপ সেতু প্রকল্প বাস্তবায়ন।
২। উত্তর ও দক্ষিণাঞ্চলের কৃষি, প্রাণ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং পানি আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাবনার নাজিরগন্জ ও রাজবাড়ীর পদ্মা- যমুনার সংযোগস্থলে পানি সংরক্ষণ ব্যারেজ নির্মাণ করতে হবে।
৩। ঈশ্বরদী বিমানবন্দর চালু ।
৪। পাবনা টু ঢাকা যাতায়াতে সময় কমানোর জন্য ফেরিঘাট কাজিরহাট থেকে খায়েরচরে চালু।
৫। পাবনা থেকে ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালু করা।
৬। পাবনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রকল্প চালু।
৭। আলহাজ, ক্যালিকো মিলসহ পাবনায় বন্ধ সকল মিল কারখানা
চালু এবং সহজ শর্তে ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা নির্মাণ ঋণ প্রদান।
৮। পাবনা শহরের যানজট নিরসনের জন্য মুজাহিদ ক্লাব-আঃ হামিদ রোড – গাছপাড়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ।
৯। ইছামতি নদী প্রকল্প দ্রুত চালু ও ক্ষতিগ্রস্তদের জমির মূল্য পরিশোধ।
১০। পাবনা সদর হাসপাতাল পাঁচশত বেডে উন্নীতকরণ ,পাবনা মেডিকেল কলেজে পৃথকভাবে পাঁচশত শয্যার হাসপাতাল নির্মাণ এবং পাবনা মানসিক হাসপাতাল আধুনিকায়ন ও পাবনায় কিডনি ডায়লাইসিস সেন্টার স্থাপন এবং ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যবস্থা করা।
১১। সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে আন্তঃজেলা সড়ক সংস্কার ও সম্প্রসারণ। এলজিইডি’র মাধ্যমে শহরের সাথে ইউনিয়ন সংযোগ সড়ক, উপজেলা সংযোগ সড়ক সংস্কার, সম্প্রসারণ-নির্মাণ ও পাবনায় আবাসিক গ্যাস সংযোগ চালু করা।
১২। পাবনার তাঁত শিল্পমালিক ও শ্রমিকদের বিশেষ সরকারি প্রণোদনা প্রদান।
১৩। বেকারদের কর্মসংস্থানের জন্য মৎস্য প্রকল্প, হাঁস মুরগি ও গবাদিপশু পালন, হাট ঘাট জলা সমবায় সমিতি গঠন করে বেকার যুবকদের মাধ্যমে পরিচালনা করার ব্যবস্হা গ্রহণ করা।
১৪। পাবনা সদর হাসপাতাল ও উপজেলার সকল হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন করা।
১৫। পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নসহ এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় , পাবনায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র স্হাপন।
১৬। গ্রাম ও শহরের সামাজিক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।
আপনাদের মতামত ও পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply