Warning: Creating default object from empty value in /home/timesofpabna/public_html/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিঙ্গাপুরে দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক প্রকাশিত মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব উপন্যাস সিঙ্গাপুরে দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক প্রকাশিত মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব উপন্যাস – Times Of Pabna
  1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ করতে নারী,পুরুষের জন্য নিরাপদ ভোটের মাঠ থাকতে হবে-এ্যাড. শিমুল বিশ্বাস শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপিকে ভোট দিন- এ্যাড.শিমুল বিশ্বাস সিঙ্গাপুরে দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক প্রকাশিত মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব উপন্যাস চাটমোহর বেজপাড়া ভেজাল দুধে ছয়লাব ১৫ দফা বাস্তবায়ন করতে মাঠে কাজ করছেন এ্যাড. শিমুল বিশ্বাস বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টার কন্যা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে পাবনার রানীগ্রামে সরকারি গাড়িচালকের বিরুদ্ধে জোরপূর্বক জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ পরিকল্পিত নগরায়ন গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই- জেলা প্রশাসক মফিজুল ইসলাম আমার দেশ সম্পাদকের মায়ের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের শোক শ্রমিকের ঘামে গড়া এদেশ, কোন অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না – এ্যাড.শিমুল বিশ্বাস
শিরোনাম:
নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ করতে নারী,পুরুষের জন্য নিরাপদ ভোটের মাঠ থাকতে হবে-এ্যাড. শিমুল বিশ্বাস শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপিকে ভোট দিন- এ্যাড.শিমুল বিশ্বাস সিঙ্গাপুরে দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক প্রকাশিত মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব উপন্যাস চাটমোহর বেজপাড়া ভেজাল দুধে ছয়লাব ১৫ দফা বাস্তবায়ন করতে মাঠে কাজ করছেন এ্যাড. শিমুল বিশ্বাস বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টার কন্যা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে পাবনার রানীগ্রামে সরকারি গাড়িচালকের বিরুদ্ধে জোরপূর্বক জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ পরিকল্পিত নগরায়ন গড়তে বৃক্ষরোপণ এর বিকল্প নেই- জেলা প্রশাসক মফিজুল ইসলাম আমার দেশ সম্পাদকের মায়ের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের শোক শ্রমিকের ঘামে গড়া এদেশ, কোন অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না – এ্যাড.শিমুল বিশ্বাস

সিঙ্গাপুরে দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় কর্তৃক প্রকাশিত মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব উপন্যাস

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আখতারুজ্জামান আখতারঃ

পাবনার নিভৃত পল্লী গ্রাম চরগড়গড়িতে জন্ম। এরপর জন্মস্থান ছাড়িয়ে অদম্য সাহিত্য সাধনায় শুধু নিজ দেশে নয়, সমকালীন বিশ্বসাহিত্যে তাঁর অসামান্য সৃষ্টির সাক্ষর রেখেছেন। মার্কিন প্রকাশনা সংস্থা গডিবয় তাঁর অনবদ্য সৃষ্টি ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাস প্রকাশ করে বিশ্বসাহিত্য ভান্ডারে তাঁর সাহিত্যকর্মকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তিনি দেশের বিশিষ্ট কবি,গবেষক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক অর্থাৎ সব্যসাচি লেখক এবং উন্নয়ন সংগঠক মজিদ মাহমুদ। এপার বাংলা ওপার বাংলার তুমুল জনপ্রিয় কবি মজিদ মাহমুদ এর ১৫টি কাব্য গ্রন্থসহ প্রকাশনার সংখ্যা অর্ধশত। মার্কিন প্রকাশনী সংস্থা গডিবয় কর্তৃক প্রকামিত মজিদ মাহমুদের উপন্যাস মেমোরিয়াল ক্লাব এর দ্বিভাষিক প্রকাশনা উৎসব ১২ জুলাই শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই অনুষ্ঠানে যোগদানের জন্য ১১ জুলাই শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সংশ্লিষ্ট সুত্র জানায়, এই অনুষ্ঠানটি ১২ জুলাই, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত ৫৭ ডাক্সটন রোডের বুক বারে অনুষ্ঠিত হবে। এটি বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ অনুষ্ঠানে মার্কিন জি লং কোহ, কবি এ কে জিলানী এবং অধ্যাপক দার্শনিক নূর আমালি ইব্রাহিমের অংশগ্রহণে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় পাঠ এবং আলোচনা থাকবে। মেমোরিয়াল ক্লাব, মূলত বাংলায় লেখা এবং লেখক নিজেই ইংরেজিতে অনুবাদ করেছেন, এটি ঢাকার আধুনিক জীবনের একটি আত্মদর্শী এবং উজ্জ্বল প্রতিকৃতি। এটি ব্যক্তিগত অসন্তোষ এবং পেশাদার অসন্তোষের মধ্যে আটকে থাকা একজন হতাশ সাংবাদিক হাসানকে অনুসরণ করে। বেপরোয়াতার একটি মুহূর্ত তার জীবনকে অশান্তিতে ফেলে দেয়, আকাঙ্ক্ষা, বিচ্ছিন্নতা এবং ন্যায় বিচারের গভীর প্রশ্ন উত্থাপন করে। মজিদ মাহমুদ বলেন, “এই উপন্যাসটি কেবল একজন মানুষের সংকটের কথা নয়, এটি আমাদের সামাজিক কাঠামোর গভীর ক্ষত এবং দ্বন্দ্বের কথা। সিঙ্গাপুরের পাঠকদের কাছে এটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত।” স্থানীয় লেখক এবং শিল্পীদের সাথে দেখা করার জন্য আমন্ত্রিত লেখক বলেন, তিনি আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশী সাহিত্য তুলে ধরতে পেরে আনন্দিত হবেন। আয়োজক কর্তৃপক্ষের সুত্র মাফিক জানা গেছে, অনুষ্ঠানের আগের রাতে ক্যাপাডোসিয়ায় লেখকের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। পরবর্তী ১৩ জুলাই, লেখক সিঙ্গাপুরের বিশিষ্ট লেখক, সম্পাদক এবং নাট্যকার এনজি জি শেং আয়োজিত মধ্যাহ্নভোজে সিঙ্গাপুরের অন্যান্য লেখকদের সাথে যোগ দেবেন। মজিদ মাহমুদ বাংলাদেশের একজন প্রভাবশালী সাহিত্যিক , তার কাব্যগ্রন্থ মাহফুজামঙ্গল এবং নজরুল জীবনীমূলক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়োনা’-এর জন্য সর্বাধিক পরিচিত। সাহিত্য কৃর্তির স্বীকৃতি হিসাবে তিনি দেশি বিদেশি অনেক পুরস্কার পেয়েছন। মেমোরিয়াল ক্লাব সম্প্রতি গডি বয় নামক মার্কিন প্রকাশনি সংস্থা প্রকাশ করেছে। এ প্রকাশনা বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত করার সুযোগ তৈরি করবে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হবে গডি বয় এলএলসির প্রকাশক জি লিওং কোহের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে লেখক পাঠক এবং বইটির সাথে অন্যান্যের পরিচয় করিয়ে দেবেন। মঞ্চে মাহমুদের সাথে যোগ দেবেন সিঙ্গাপুর-ভিত্তিক বাংলাদেশী কবি এবং অভিবাসী অধিকার কর্মী এ কে জিলানি। জিলানির লেখার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈষম্য, লিঙ্গ এবং মানবাধিকার। তিনি মাইগ্রেন্ট কালচারাল শো সিঙ্গাপুরের সহ-প্রতিষ্ঠাতা এবং বার্ডস মাইগ্রেন্ট থিয়েটারের সদস্য। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ডঃ নূর আমালি ইব্রাহিম। ইব্রাহিমের গবেষণা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ধর্ম, নাগরিক সমাজ এবং শ্রমের ওপর আলোকপাত করে। উপন্যাসের বিষয়বস্তকে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে তিনি উপস্থাপন করবেন। আয়োজকরা বলছেন যে এই অনুষ্ঠানটি “আন্ত:সাংস্কৃতিক বিনিময় এবং অনুবাদে বাংলাদেশী সাহিত্যের সাথে গভীর সম্পৃক্ত” বৃদ্ধি করবে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের বৈচিত্র্য তুলে ধরবে। এর আগেও কবি মজিদ মাহমুদের রচনা ল কমনওয়েলথ ফাউন্ডেশনসহ আন্তর্জাতিক প্রকাশ মাধ্যমে সমাদৃত হয়েছে। পাবনার কৃতি সন্তান মজিদ মাহমুদ প্রায় চার দশক ধরে সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করে যাচ্ছেন। তিন দশক আগে প্রকাশিত ‘মাহফুজামঙ্গল’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি ব্যাপকভাবে পাঠকপ্রিয়তা লাভ করেন। কবিতার পাশাপাশি মননশীল প্রবন্ধ-গবেষণা ও কথা-সাহিত্যেও তার খ্যাতি আছে। তিনি ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ম্যাগসাইসাই পুরস্কারের জুরি ছিলেন। ইন্টারন্যাশনাল ইংলিশ লিটারারি জার্নাল, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জার্নাল কিতাব, ভোপাল সাহিত্য একাডেমিসহ অনেক খ্যাতিমান সংস্থা দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। ইংরেজি, ফরাসি, চায়না ও হিন্দিসহ বিভিন্ন ভাষায় তার বই অনূদিত হয়েছে। মজিদ মাহমুদের আটটি বই লাইব্রেরি অব কংগ্রেসের মাধ্যমে ২৮টি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া যায়। আমাজান ডটকমেও তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। নজরুল ইনসটিটিউট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৃত্তি নিয়ে তিনি ‘নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র’ এবং ‘রবীন্দ্রনাথের ভ্রমণ সাহিত্য’ নিয়ে অভিসন্দর্ভ রচনা করেন। তার মোট গ্রন্থ সংখ্যা ৫০। মজিদ মাহমুদ বাংলাদেশ রাইটার্স ক্লাব, জাতীয় প্রেসক্লাব, জীবনানন্দ দাশ, অরণি, পদক্ষেপ ও বিনয় মজুমদারসহ বেশ কিছু পুরস্কারেও ভূষিত হয়েছেন। তিনি দৈনিক বাংলা, বাংলাদেশ সংবাদ সংস্থা, অর্থনীতি প্রতিদিনসহ বেশি কিছু পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এছাড়া মুড়াপাড়া ডিগ্রি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অলটারনেটিভে শিক্ষকতা করেন। তিনি বর্তমানে ওসাকা নামের একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী। তিনি ঢাকা বিশ্ববিদ্যাল থেকে বাংলা ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর। মজিদ মাহমুদ ১৯৬৬ সালের ১৬ এপ্রিল পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামের মোহাম্মদ কেরামত আলী ও সানোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। এদিকে সাহিত্যসাধনা করতে গিয়ে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বসাহিত্যে জায়গা করে নিলেও তিনি ভুলে যাননি তাঁর শেকড়কে। অতঃপর নিভৃত চরে শিক্ষার আলো জ্বালিয়ে এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে উন্নয়ন সংগঠনের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দুরদর্শী চিন্তাশীল মজিদ এজন্য দুযুগেরও বেশি সময় আগে গ্রামের পিছিয়ে পরা ভাগ্যাহত মানুষের ভাগ্যোন্নয়নে শুরু করেন উন্নয়ন সংগঠন।মানবতার ফেরিওয়ালা মজিদের নেতৃত্বে সেখানে হজারো মানুষের হয়েছে কর্মসংস্থান। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ছেলে মেয়েদের জন্য গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। মজিদ এর সুস্থ দীর্ঘ জীবন হোক, চলার পথ আরো প্রসারিত হোক।

লেখকঃ আখতারুজ্জামান আখতার
সভাপতি,পাবনা প্রেসক্লাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group