
নিজস্ব প্রতিনিধিঃ
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী তাঁর কর্মগুনে কীর্তিমান হয়ে থাকবেন। ৫ই জানুয়ারি তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত স্মরণ সভায় তাঁর কীর্তিময় জীবনের কথা আলোচনা করতে গিয়ে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন একটি মানুষ স্বপ্ন দেখেছিলেন দেশের অর্থনীতিতে অবদান রাখতে কিভাবে কাজ করা যায় সেই চিন্তাচেতনা থেকে তৈরী করেন স্কয়ার গ্রুপের মত দেশের অর্থনীতির চালিকা শক্তির অংশীদার হয়ে ওঠে এই কীর্তিমানের প্রতিষ্ঠিত সেখানে হাজার হাজার মানুষ কাজ করেন। শুধু তাই নয় নারীদের প্রতি সন্মানের পাশাপাশি শিল্প, সাহিত্য ও প্রযুক্তিগত শিক্ষায়ও তাঁর রয়েছে বিশেষ অবদান।

তিনি পাবনা প্রেসক্লাবের জিবন সদস্য ছাড়াও দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ছিলেন। যতদিন এই বাংলাদেশ নামক ভূখন্ড থাকবে ততদিন তাঁর কীর্তিময় জীবন স্মরণে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। উক্ত স্মরন সভয়
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধার সঞ্চালনায় শুরুতেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পাবনা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ল্যায়ন বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, স্কয়ার গ্রুপের প্লান্ট ডিরেক্টর আব্দুল খালেক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশন এর উত্তরবঙ্গ ব্যুরোচিফ উৎপল মির্জা। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রফেসর হাবিবুল্লাহ, প্রেসক্লাব সদস্য মান্নান মাস্টার, যুবদল পাবনা জেলা শাখার আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, এনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক। এসময় উপস্থিত ছিলেন পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্কয়ার গ্রুপের বিভিন্ন ইউনিট এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply