শহর প্রতিনিধিঃ
পাবনায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজের ভূমিকা সব সময়ই নির্ধারক। সচেতন, সংগঠিত ও আদর্শিক তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, রাজনীতি কেবল ক্ষমতা অর্জনের বিষয় নয়। এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদা রক্ষার একটি চলমান সংগ্রাম। সেই সংগ্রামে যুব সমাজকে সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব নিয়ে সামনে আসতে হবে। শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
সাবেক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে শক্তিশালী করতে হলে ত্যাগী, সৎ ও আদর্শনিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলতে হবে। ব্যক্তিস্বার্থ নয়, দল ও দেশের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। সভাপতিত্ব করেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. কমল শেখ টিটু।
এ সময় বিশেষ বক্তা হিসেবে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া আরিফপুর সদর গোরস্তানের সভাপতি গোলাম রব্বানী কামনা ও সাধারণ সম্পাদক রকিবুন্নবী সুজনসহ মহিলা দল, অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পাবনা পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক তরুণ নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা ও স্লোগানে মুখরিত সমাবেশটি তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
Leave a Reply