
টাইমস ডেস্কঃ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. সুলতানা কামাল কর্তৃক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কারাবন্দি পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীত শিল্পী প্রলয় চাকীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরনের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি জানান, সংবাদ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখ সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকিকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ৯ জানুয়ারী, ২০২৬ তারিখ সকালে প্রলয় চাকি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ প্রথমে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার গুরুত্ব দেখে তখনই প্রলয় চাকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাবনা জেল সুপার ওমর ফারুক জানান, প্রলয় চাকি আগে থেকেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে প্রথমে পাবনা ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। অপরদিকে শিল্পী প্রলয় চাকির পরিবার থেকে দাবি করা হয়, কারা কর্তৃপক্ষ অসুস্থতার বিষয়ে পরিবারকে জানায়নি। হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও প্রলয় চাকিকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখে। প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেন। এ্যাড. সুলতানা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, কারাগার শুধুমাত্র শাস্তি কার্যকরের স্থান এটা ভাবার অবকাশ নাই। রাষ্ট্রের দায়িত্ব কারা হেফাজতে থাকা প্রতিটি নাগরিকের জীবন, স্বাস্থ্য ও মর্যাদা সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা। কারাগারে মৃত্যুর ঘটনায় অনেক কারাবন্দিদের পরিবার অভিযোগ তুলে থাকেন যে প্রয়োজন অনুযায়ী কারাবন্দিরা চিকিৎসা পাচ্ছেন না বা চিকিৎসা অবহেলায় বন্দিদের মৃত্যু হচ্ছে। তাই কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনায় রাষ্ট্রের জবাবদিহিতার প্রশ্ন উঠছে। এমএসএফ এর পক্ষ থেকে শিল্পী প্রলয় চাকির কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে যথাযথ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানাচ্ছে। (প্রেসবিজ্ঞপ্তি)
Leave a Reply