নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জননেতা এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন গত ১৫ বছর বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এর পাশাপাশি দেশে শান্তি প্রতিষ্ঠায় জনগনকে ঐক্যবদ্ধ করতে নিরলস ভাবে কাজ করেছে। সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। যার ফলস্বরূপ বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে জনগনের আস্থা অর্জন করেছে। ৫ই জুলাই পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়াম পাবনা পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চুর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিএনপির বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়ের পক্ষে ঝান্ডাধারী একজন আপোষহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় সে কখনো কারো সাথে আপোষ করেনি, এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশবাসীর প্রতি যে অবিচার অন্যায় জুলুম করেছে সেটা যেন পুনরায় ফিরে না আসতে পারে সেলক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কোন কুচক্রী মহল যেন সুষ্ঠু নির্বাচনে বাঁধা হয়ে না দাঁড়াতে পারে। কেউ যদি এই নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে আসে আমরা জনগনকে এক্যর ডাক দিয়ে তা প্রতিহত করবো।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব তৌফিকুল হাবিব, পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান মিয়া সহ পাবনা পৌর বিএনপির বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ, মতবিনিময় সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ খান।
Leave a Reply